একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ দিতে আনুষ্ঠানিকভাবে গ্রুপ কল সুবিধা চালু করেছে ‘গুগল ডুয়ো’। 

শুধু তা-ই নয়, অল্প গতির ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীদের জন্য ‘ডাটা সেভিং’ মোডও চালু করেছে গুগলের ভিডিও কলিং অ্যাপটি। এত দিন নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী এ সুযোগ পেত। গ্রুপ কল সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে আটজনের সঙ্গে ভিডিও কল করা যাবে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও পোহাতে হবে না। ভিডিও কল করার আগে নির্দিষ্ট ব্যক্তিদের নিয়ে আলাদা গ্রুপ তৈরি করলেই হবে। তবে গ্রুপ কল চালু থাকা অবস্থায় চাইলেও নতুন কোনো বন্ধুকে আমন্ত্রণ জানানো যাবে না। অ্যানড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ সুযোগ পেলেও ওয়েব সংস্করণে ফিচারটি মিলবে না। সম্প্রতি প্লেস্টোর থেকে শত কোটিবার ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছে ‘গুগল ডুয়ো’।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

Post a Comment

Previous Post Next Post