দৈনিক ১৫ লাখ মানুষকে দেয়া হচ্ছে ভুল অ্যান্টিবায়োটিক
প্রতিদিন ১০ থেকে ১৫ লাখ মানুষকে অপ্রয়োজনে বা ভুলভাবে অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে, যাদের অনেকের অ্যান্টিবায়োটিকের প্রয়োজনই নেই। এভাবে অ্যান্টিবায়োটিক বিক্রি হলে দেশে অ্যান্টিবায়োটিক রেজিসটেন্স ডেভেলপ করা (অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হওয়া) খুব স্বাভাবিক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান খসরু শনিবার যুগান্তরকে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে দুই থেকে আড়াই লাখ ফার্মেসি আছে, যাদের বড় অংশই অনিবন্ধিত। এই দুই-আড়াই লাখ ফার্মেসি যদি দিনে অন্তত পাঁচটি করে অ্যান্টিবায়োটিক বিক্রি করে, তাহলে তারা দিনে ১০ থেকে ১৫ লাখ অ্যান্টিবায়োটিক সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে। যার মধ্যে খুব অল্পসংখ্যক মানুষেরই হয়তো এটার প্রয়োজন ছিল। একজন দোকানদারের পক্ষে কোন অ্যান্টিবায়োটিক রোগীর জন্য প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই, এটা বোঝার সুযোগ নেই। এমনকি অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পর্কে তাদের ধারণা না থাকায় তারা রোগীদের দুটি বা তিনটি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে সাময়িক উপসমের জন্য, যা রোগীর জীবন বিপন্ন করে তোলে। অথচ এ বিষয়ে তাদের কোনো ধারণাই নেই।
Post a Comment