সরকার গঠনের ৫ মাস পর প্রথমবারের মতো মন্ত্রিসভায় পরিবর্তন আনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ পরিবর্তনে মন্ত্রিসভা থেকে কেউ বাদও পড়েননি বা নতুন কেউ মন্ত্রিসভায় যোগও হননি। শুধু স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে বদলি করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি দুটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব ভাগাভাগি হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক প্রজ্ঞাপনে এ বদল ও দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগে রেখে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে শুধু পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। একইভাবে মন্ত্রী মোস্তাফা জব্বার এখন শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পালন করবেন। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করবেন। অপর এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে রয়েছেন ড. হাছান মাহমুদ। তার সহকারী হিসেবে এখন যোগ দিচ্ছেন পেশায় চিকিৎসক মুরাদ হাসান।

এ সময় নতুন সহকর্মীদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি সবাইকে কঠোর নজরদারির মধ্যে রাখবেন। তিনি বলেন, ‘কে কী করছেন তা দেখার জন্য আমি আপনাদের সবাইকে কঠোর নজরদারিতে রাখব।’ প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সব সদস্যকে প্রথমে তাদের দায়িত্ব-কর্তব্য জানা ও বোঝার নির্দেশ দিয়ে বলেন, তারপর আপনারা দায়িত্ব কমিয়ে নিতে পারবেন। এরপর প্রথম ধাপেই কাউকে না জানিয়েই সব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয় সরকার। এক আদেশেই সবার নিয়োগ দেয়ার ঘটনায় বিস্মিত হন মন্ত্রিসভার সদস্যরাও। ইতিপূর্বে এক আদেশে এত পিএস নিয়োগের ঘটনা ঘটেনি।

Post a Comment

Previous Post Next Post