গতকাল রবিবার সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী এলাকায় প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাখালী থেকে গুলশান ও বনানীর দিকে যান চলাচল বন্ধ থাকে।
পরে কলেজের শিক্ষক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নিয়ে কলেজের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ ছাড়া ফল বিপর্যয়ের প্রতিবাদে মহাখালী থেকে কলেজ ক্যাম্পাস পর্যন্ত একটি মিছিলও করে তারা।
জানা যায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগের ২৯০ জন তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে মাত্র ২৫ জন সব বিষয়ে পাস করেছে। আর একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েও চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়েছে সর্বমোট ১৫০ শিক্ষার্থী। বাকি ১৪০ জনই তৃতীয় বর্ষে রয়ে গেছে। সূত্র জানায়, কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থাকার সময় ভালো ফল করত। কিন্তু সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পরই ফল নিম্নমুখী হতে থাকে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী শফিকুল ইসলাম শিশির বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছে। এর আগে আমাদের এত ফল বিপর্যয় ছিল না। কিন্তু এখন এটি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঢাবি শিক্ষকরা আমাদের বঞ্চিত করছেন। এটা অন্যায়।’
শিক্ষার্থীরা আরো বলে, তারা এই অস্বাভাবিক ফল নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো সমাধান দিতে না পারায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
Post a Comment