দখল, রূপান্তর ও অসহিষ্ণুতার প্রতীক ভারতের অযোধ্যার বাবরি মসজিদ তথা রাম মন্দির নিয়ে বিতর্কের শেষ নেই। এই বিতর্ক নিয়ে সেখানে ঝড়েছে অনেক প্রাণ। তবু সেই বিতর্কের শেষ নেই। রমজানের পবিত্র মাসে সম্প্রীতির নয়া নজির দেখল বাবরি বিধ্বস্ত অযোধ্যা৷ধর্মের বেড়াজাল ভেঙে সোমবার মুসলিম সম্প্রদায়ের মানুষ অযোধ্যার সীতারাম মন্দির চত্বরে বসে ইফতার করলেন৷ রোজা ভেঙে চলল খাওয়া দাওয়ার পালা৷
মন্দিরের প্রধান পুরোহিত যুগল কিশোরের বরাত দিয়ে ভারতের সংবাদসংস্থা এএনআই জানায়, এই নিয়ে তৃতীয়বারের মতো ইফতারের আয়োজন করা হয়েছে এই মন্দিরে। ভবিষত্যেও করা হবে৷ প্রত্যেক ধর্মের উৎসব এভাবেই প্রত্যেকের সমান উৎসাহের সঙ্গে পালন করা উচিত৷
Post a Comment