ইন্টারনেট জায়ান্ট গুগলের পর এবার হুয়াওয়ের সঙ্গে দূরত্ব তৈরি করছে আরেক আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির অনলাইন স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে হুয়াওয়ের ল্যাপটপ। গত শুক্রবার মাইক্রোসফটের অনলাইন স্টোরে অনুসন্ধানে ‘হুয়াওয়ে’ শব্দটি দেওয়া হলে আসে ‘নো রেজাল্ট’ বা কিছু পাওয়া যায়নি। এ ছাড়া সর্বশেষ মডেলের লিংকে ক্লিক করলে উঠে আসে ‘শো এরর মেসেজ’। তবে এ ব্যাপারে মাইক্রোসফট কোনো মন্তব্য করতে রাজি হয়নি কখন পণ্যগুলো সরিয়ে ফেলা হয়েছে।
মূলত যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হওয়ার পর থেকেই চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের পাশ থেকে একে একে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ইন্টারনেট জায়ান্ট গুগল সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর গত সপ্তাহে হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেয় ব্রিটিশ প্রতিষ্ঠান এআরএম। এর পাশাপাশি জাপান ও ব্রিটেনের চারটি বৃহৎ কম্পানি জানিয়েছে, তারা হুয়াওয়ের তৈরি নতুন ফাইভজি হ্যান্ডসেট বাজারে ছাড়তে বিলম্ব করবে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে টেলিকম জায়ান্ট ইই, ভোডাফোন, কেডিডিআই ও সফটব্যাংক করপোরেশন।
গত ১৫ মে এক আদেশে ডোনাল্ড ট্রাম্প চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলোজিস ও প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কযুক্ত ৭০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেন। এতে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় বা আদান-প্রদান করতে পারবে না হুয়াওয়ে। ফলে মাইক্রোসফট আর তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম হুয়াওয়েকে সরবরাহ করতে পারবে না; যেটি তারা তাদের ল্যাপটপে ব্যবহার করে।
তবে হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেঙ্গফি বলেছেন, ‘আমাদের শক্তিকে খাটো করে দেখা হচ্ছে। হুয়াওয়ের বৈশ্বিক যাত্রা যুক্তরাষ্ট্র থামাতে পারবে না।’ তিনি বলেন, এ ধরনের পরিস্থিতির জন্য কম্পানি প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যদি সরঞ্জাম ক্রয়-বিক্রয় নাও করে তাতে হুয়াওয়ে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। 


সিএনএন মানি, রয়টার্স, এএফপি

Post a Comment

Previous Post Next Post