প্রধান আসামী অধ্যক্ষ সিরাজউদৌল্লাকে  বুকে মুখে চর থাপ্পর মারা শুরু করে বলে তর কারনে আমাদের আজ ফাসি হলো । ১৬ জন আসামীর সকলকে ফাঁসি দিয়াছেন আদালত।


মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন - সোনাগাজী ইসলামিয়া সিনিইয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুলউদ্দৌলা নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামিম, সোনাগাজী পৌ্রসভার কাউন্সিলর মাক্সুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ রহমান ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কাম্রুন নাহার মনি, ইম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্প ওরফে চম্পা, আব্দুর রহিম শরিফ, ইফতাখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি রুহুল আমিন ও মহিউদ্দিন শাকিল ।
উল্লেখ্য সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন নুসরাত জাহান রাফি ।মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে তাকে জোর পুর্বক যৌন হয়রানি করেন । এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা করেন । পরে সিরজাকে গ্রেপ্তার করে পুলিশ । পরে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে নুসরাতের পরিবারকে আসামীরা হুমকি দামকী দেয়া হয় ।
০৬ এপ্রিল সকাল ৯ দিকে আলিম পর্যায়ে আরবি প্রথম প্ত্রের পরীক্ষা দিতে ওই মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এ সময় বোরকা পরিহিত কয়েক জন তাকে পাশের বহুতল ভবনের ছাদে ডেকে নিয়ে সিরাজের বিরুদ্ধে মামলা তুলে নিতে চাপ দেয় । নুসরাত রাজি না হলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় আসামীরা । পুরো শরির দগ্ধ হয়ে যায়। ১০ এপ্রিল রাত সাড়ে ৯ টায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায় ।  পরে নুসরাতের বড় ভাই বাদী হয়ে ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা করেন ।
চার্জশিটভুক্ত ১৬ আসামীর মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তি মূলক জবান বন্দী দিয়েছেন । ৩০ মে  মামলাটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে স্থানান্তর করা হয় । ১০ জুন আদালতে মামলাটি আমলে নিলে শুনানি হয় । ২০ জুন অভিযুক্ত ১৬ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারিক আদালত । ২৭ ও ৩০ জুন মামলার বাদী মাহামুদুল হাসান নোমানকে জেরার মধ্যে দিয়ে বিচারিক কাজ শুরু হয় । এরপর ৯২ সাক্ষীর মধ্যে ৮৭ জন সাক্ষ্য দেন আদালতে ।

অন্যদিকে ফেনির সোনাগাজীর নুসরাত জাহান রাফির কবরে সাদা ফুল বলে দিচ্ছে আজকের রায় সফল হবেই। থিক তাই হলো দেশবাসী খুব আনন্দিত এ রায়ে এখন রায় কতটুকু কার্যকর হবে তাই দেখবে দেশবাসী ।

Post a Comment

Previous Post Next Post