তিনি এই হাসেন তো এই কাঁদেন। কখনো উত্তেজনায় শিশুদের মতো লাফঝাঁপ করেন, কখনো মেসিদের পারফরম্যান্স প্রত্যাশামতো না হলে বিরক্ত হন ভীষণ। নিয়মনীতির তোয়াক্কা না করে ধূমপানমুক্ত গ্যালারিতে তাঁকে দেখা যায় সিগারেট হাতে। তিনি ডিয়েগো ম্যারাডোনা। বাংলাদেশের বর্তমান ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতে, ডিয়েগো ম্যারাডোনার মতো বর্ণাঢ্য চরিত্রের ক্রীড়াব্যক্তিত্ব এই পৃথিবীতে দ্বিতীয় নেই!
৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবল হয়তো অনেকেই দেখেননি। কিন্তু মেক্সিকো বিশ্বকাপে ‘হ্যান্ড অব গড গোলে সেমিফাইনালে উঠল, সেটি দেখেননি এমন ফুটবলপ্রেমী পাওয়া যাবে না। আর যে ‘গডে’র হাত দিয়ে গোলটা হলো, তিনিই ম্যারাডোনা। ভাবছেন, ম্যারাডোনা কেন কানে?
৭২তম কান চলচ্চিত্র উৎসবে গতকাল রোববার (১৯ মে) অস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক আসিফ কাপাডিয়ার নতুন প্রামাণ্যচিত্র ‘ডিয়েগো ম্যারাডোনা’র প্রদর্শনী হয়ে গেল। কানের অফিশিয়াল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ছবিটি।
রাডোনা একজন জীবন্ত কিংবদন্তি। ফুটবল সমর্থকদের একটা বড় অংশের মতে, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। ফিফার ঘোষণায় তিনি পেলের সঙ্গে যৌথভাবে বিংশ শতাব্দীর সেরা ফুটবলার। তাঁর জীবনের চিত্রনাট্য এমনই, যার পরতে পরতে রোমাঞ্চ, বিতর্ক। এই চিত্রনাট্যে একঘেয়েমির কোনো জায়গা নেই। যে জীবন সেলুলয়েডের পর্দার জন্য ‘পারফেক্ট’!
Tags
Survival
Post a Comment