চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের ঐহিত্যবাহী ‘কুজা রাজার আমবাগান’ নামে পরিচিত বাগানটি সঠিক পরিচর্যার অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়া আমবাগানের গাছগুলো বিভিন্ন জায়গায় মরে পড়ে রয়েছে। কিছু কিছু গাছ নষ্ট হওয়ার পথে। ২০১৬ সালে ৩ বছরের জন্য বাগানটি প্রায় ৫৪ লাখ টাকায় টেন্ডার নেন পারকানসাট এলাকার সোহবুল ইসলাম নামের এক আম ব্যবসায়ী। তবে চলতি মৌসুমে বাগানের প্রায় ২ হাজার ৫শ’ গাছের আম বিক্রি করা হয়েছে মাত্র ৫৫ হাজার টাকায়। মঙ্গলবার প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে আম গাছগুলো চলতি মৌসুমের জন্য বিক্রি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কানসাট ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার নুরুল ইসলাম।তহসিলদার নুরুল ইসলাম জানান, কানসাটের কুজা রাজার বাগানের প্রায় ২ হাজার ৫শ’ গাছের আম প্রকাশ্যে নিলামে ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সর্বোচ্চ মূল্যে বাগানটি কেনেন স্থানীয় আম ব্যবসায়ী আবদুল আলিম। অনুসন্ধানে জানা গেছে, কানসাট মৌজার পারকানসাট ও মোবারকপুর ইউনিয়নের শিকারপুর মৌজায় প্রায় ৩৩ একর জমি রয়েছে। সেখানে ছোট-বড় মিলিয়ে প্রায় আড়াই হাজার আম গাছ রয়েছে। তবে পাকিস্তান আমলেরও বেশকিছু আমগাছ এখনও টিকে রয়েছে। বাগানটি সঠিক পরিচর্যাসহ দেখভালের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। মরে পড়ে আছে অনেক গাছ। এতকিছুর পরও বাগানের দায়িত্বে থাকা স্থানীয় জেলা প্রশাসক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

বাগানটির পাহারাদার সাইদুর রহমান জানান, ১৯৪০ সালের আগ পর্যন্ত বিশাল এ বাগানটির মালিকানা ছিল ব্রিটিশ আমলের ইংরেজদের। দেশ ভাগের পর ব্রিটিশরা বাগানটি তৎকালীন কানসাট এলাকার জমিদার হিসেবে পরিচিত ‘কুজা রাজা’র কাছে বিক্রি করে দেন। বাগানটি কিছুদিন ভোগের পর ‘কুজা রাজা’ তার সব সম্পদ ছেড়ে দিয়ে ভারতে চলে যাওয়ায় কোনো মালিক না থাকায় সরকারের নিয়ন্ত্রণে চলে যায় বিশাল এ বাগান। তখন থেকেই সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয় ‘কুজা রাজা’ নামে পরিচিত এ বাগানটি। ১৯৬৬ সালে বাগানটি পরিচর্যা ও দেখাশোনার দায়িত্ব পায় ঢাকার হর্টিকালচার। ওই সময় বাগানে অনেক ছোট ছোট আমগাছ রোপণ করা হয়। প্রায় ৫ থেকে ৬ বছর থাকার পর আমবাগান ছেড়ে চলে যান। তখন থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় বাগানটি দেখাশোনা করেন। কিন্তু জেলা প্রশাসনের সঠিক তদারকি না থাকায় ধ্বংস হতে থাকে বাগানটি। আমবাগানের পার্শ্ববর্তী বাসিন্দারা জানান, প্রশাসনের গাফলতির কারণে বিশাল এ বাগানটি আজ ধ্বংস হতে চলেছে। এক শ্রেণীর অসাধু ব্যক্তি রাতের আঁধারে বাগানের আমগাছ কেটে নিয়ে যায়। সময় মতো বাগানটি পরিচর্যা না করায় অনেক গাছ মরে নষ্ট হয়ে যাচ্ছে।
যদি বাগানটি সঠিকভাবে পরিচর্যা করা হয়, তবে হারানো যৌবন ফিরে পাবে ঐতিহ্যবাহী এ কুজা রাজার বাগান। এতে সরকারের রাজস্ব আয় হবে কোটি কোটি টাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন যদি বাগানটি আম মৌসুমের আগে নিলামে বিক্রি করে তবে বিপুল পরিমাণ টাকা আয় করা সম্ভব।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এজেডএম নুরুল হক জানান, বর্তমানে আমের মূল্য না পাওয়ায় কেউ বাগান লিজ নিতে চায়নি। তবে আগামী মৌসুমের আগেই লিজ দেয়ার আশ্বাস দেন। বৃহৎ বাগানটি শিগগিরই পরিদর্শন করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post