অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আদিবাসীবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে একজন আদিবাসীকে নিয়োগ দেয়া হয়েছে। নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসনের মন্ত্রিসভায় এ নিয়োগ অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ঘটনা। ৬৬ বছর বয়সী কেন ওয়াটকে নিয়োগ দেয়ায় হাজার হাজার আদিবাসী উল্লাস করেছেন। খবর বিবিসির।
২০১০ সালে প্রথম আদিবাসী হিসেবে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিুকক্ষে নির্বাচিত হয়েছিলেন। এরপর সহকারী স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। পরে তিনি বয়স্ক সেবা ও আদিবাসী স্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তবে এটি মূল মন্ত্রিসভার বাইরের মন্ত্রণালয় ছিল। রাজনীতিতে আসার আগে কেন ওয়াট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও জ্যেষ্ঠ জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। আদিবাসী মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় নুনগার জাতিগোষ্ঠীর কেনের সামনে বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অস্ট্রেলিয়ার আদিবাসীদের স্বীকৃতি ও তাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে দেশটিতে বিতর্ক রয়েছে। ২০১০ সালে মন্ত্রিসভার প্রথম বৈঠকে চমক দেখিয়েছিলেন কেন। তার গায়ে ছিল ক্যাঙ্গারুর চামড়ার কোট। কোটের ওপর কাকাতুয়া পাখির পালক। অভিনব এ পোশাককে বোকা নামে পরিচিত।

Post a Comment

Previous Post Next Post