মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাতে গুগলের প্লেস্টোরের আদলে নিজস্ব অনলাইন অ্যাপস্টোর তৈরি করছে হুয়াওয়ে।
‘অ্যাপ গ্যালারি’ নামের প্ল্যাটফর্মটিতে প্লেস্টোরের মতোই অ্যাপ ডাউনলোড করা যাবে। পাশাপাশি বিভিন্ন অ্যাপ নির্মাতা নিজেদের তৈরি অ্যাপ বিক্রি করতে পারবে। তবে চাইলেই অন্য কোনো ব্যক্তি প্ল্যাটফর্মটিতে ঢু মারতে পারবে না, প্রয়োজন হবে হুয়াওয়ে আইডি। গত বছর থেকেই গোপনে প্ল্যাটফর্মটি তৈরির কার্যক্রম শুরু করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। পাশাপাশি নির্মাতাদের কাছে অ্যাপ তৈরির আহ্বানও জানিয়েছে তারা।
টেক প্রতিদিন ডেস্ক
সূত্র : দ্য ভার্জ
Post a Comment